মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নিজের শোয়ার ঘর থেকে এক মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
গৃহবধূর নাম ঊর্মি আক্তার (২৪)। তাঁর দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ঊর্মি উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী সাইফুল শিকদারের স্ত্রী এবং একই গ্রামের ওমর আলী শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, আট বছর আগে মামাতো ভাই সাইফুলের সঙ্গে ঊর্মির বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ঊর্মি আত্মহত্যা করে থাকতে পারে বলে তাঁর পরিবারের সদস্যেরা দাবি করেছেন।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।