রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার সাততলা একটি ভবনের নিচতলায় ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত ১১টা৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার রাত ৯টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি এবং পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ আজকের পত্রিকাকে বলেন, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। দোকানটি বন্ধ ছিল। ভেতরে কোনো মানুষ ছিল না। তেমন হতাহতের কোনো সম্ভাবনা নেই।