Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রীর ভাই

শ্রীপুরে (গাজীপুর) প্রতিনিধি

চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রীর ভাই

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। 

তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলীর বড় ভাই। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। 

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, আমি চারটি শর্তে নির্বাচন অংশ নেব। এরমধ্যে রয়েছে, আমার কোনো কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আক্রমণ করবে না। শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন করব। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো এবং আমাদের প্রত্যেকে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, গত সংসদ নির্বাচনে যাদের সঙ্গে বিভাজন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কাঁদে কাদ মিলিয়ে চলব। 

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।

ঈদযাত্রায় যমুনা সেতুতে ১৮ টোল বুথ, মোটরসাইকেলের ৪টি

যমুনা সেতুতে ঘণ্টায় ৯৩৮ যানবাহন পারাপার

মোহাম্মদপুরে বাসায় ঢুকে গুলি, ভিডিও করলেন আরেকজন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জটে গাড়ি চলে না, পথে সারতে হয় ইফতার

জৌলুশ হারিয়েছে বেইলি রোডের শাড়ির বাজার

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ

গণহত্যা দিবস স্মরণে রাত সাড়ে ১০টায় এক মিনিট ব্ল্যাকআউট