Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে: ভারতীয় হাইকমিশনার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে: ভারতীয় হাইকমিশনার

বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

প্রণয় ভার্মা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তস্তল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের অধিকার আদায় ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। তাই শ্রদ্ধার সঙ্গে বলছি, বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে।’ 

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের অনুপ্রাণিত করবে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে। তিনি শুধু বাংলাদেশের আদর্শ নন, ভারতীয়দের জন্যও আদর্শ।’ 

প্রণয় ভার্মা আরও বলেন, উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ে হৃদয়ে সম্পর্ক বিদ্যমান। তাই দুই দেশের জনগণ সম্মিলিত হয়ে কাজ করেছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। আর উভয় রাষ্ট্র কঠোর সংগ্রাম ও আত্মত্যাগের ফলে তাদের স্বাধীনতা পেয়েছে। তাই আগামীতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। 

বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: আজকের পত্রিকাএর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। 

এ সময় ঢাকাস্থ ভারতের হাইকমিশনারের প্রথম সেক্রেটারি শ্রী অনিমেষ, দ্বিতীয় সেক্রেটারি বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু