আসন্ন রমজানের আগেই নিত্য পণ্যের দাম বাড়ার পেছনে সরকার দলীয় সিন্ডিকেট জড়িত বলে দাবি করেছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও আলেমদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল মালেক ফরায়েজী বলেন, রমজান মাস এলে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে নিত্য পণ্যের দাম কমানো হয়। কিন্তু বাংলাদেশে ঘটে উল্টো ঘটনা। এখানে দাম কমা তো দূরের কথা বরং সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। এর সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত। আর এইসব সিন্ডিকেট কারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারের ছত্র ছায়ায় এসব ঘটছে।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলন প্রসঙ্গে ফরায়েজী বলেন, সরকার বিরোধী আন্দোলন জোরদার করার মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। যদি সরকারকে হটানো যায় তবেই পরিস্থিতির উন্নতি ঘটবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক হাসান রহমান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, আব্দুল জাহেদসহ অন্যরা।