Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু
টিকটকার লায়লা ও মামুন। ছবি: সংগৃহীত

আলোচিত টিকটকার লায়লা আখতার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক অভিযোগ গঠনের এই নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে লায়লা ও মামুন আদালতে হাজির ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি পেতে টিকটকার মামুনের করা আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

লায়লা আখতার ফরহাদ ২০২৩ সালের ১২ ডিসেম্বর প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩১ জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। একই বছরের ৩ জুন অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তবে পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান মামুন।

মামলায় অভিযোগ করা হয়, প্রিন্স মামুনের সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার বিয়ের কথা চূড়ান্ত হয়। তখন থেকে প্রিন্স মামুন লায়লার বারিধারা ডিওএইচএসের বাসায় থাকতে শুরু করেন। প্রিন্স মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় সময়ই মাদকসেবন করে গভীর রাতে বাসায় আসতেন। অশ্লীল ভাষায় কথা বলতেন। এমনকি মাঝেমধ্যে লায়লাকে মারধর করতেন।

এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের ১১ ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর মামুনসহ আরও দুজন মদপান করতে মিরপুরে যাওয়ার কথা বললে লায়লা তাঁকে নিষেধ করেন এবং বাধা দেন। এতে মামুন উত্তেজিত হয়ে লায়লাকে গালি দেন। গালি দিতে নিষেধ করলে মামুন লায়লাকে মারধর করেন ও হত্যার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢামেকে ভর্তি

ঈদ বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেলের ঘটনায় থানায় সালিশ, প্রতিবাদে ঘেরাও

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিবচরে ধর্ষণ মামলায় ক্লিনিকের মালিক গ্রেপ্তার

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

শিশুটি অবক্ষয় আর বিচারহীনতার বলি

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান