Ajker Patrika

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইব্রাহিম (৫৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে শিশুর বাবা-মাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। তা ছাড়া স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনা ধামাচাপা দিতে আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে।

এসব জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযুক্ত ইব্রাহিমসহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ইব্রাহিম তাঁর দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি একজন নারী দেখতে পেয়ে স্থানীয়দের জানান। শিশুটি সেখান থেকে বেরিয়ে তার বাবা-মাকে ঘটনা জানায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিছু ঘটনা মীমাংসাযোগ্য নয়। এর মধ্যে ধর্ষণের ঘটনা একটি। এ ঘটনায় মূল অভিযুক্তকে আইনের আওতায় আনার পাশাপাশি মীমাংসার চেষ্টাকারীরা সমান অপরাধী। তাদেরও আইনের মুখোমুখি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত