Ajker Patrika

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
চুরির অভিযোগ তুলে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
চুরির অভিযোগ তুলে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ওই যুবককে গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তাঁর দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থায়ই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছেন। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিলেন আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এ কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা বলছিলেন ওই যুবক।

মারধরে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, অভিযুক্ত যুবক পকেটমার। তিনি চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছেন। চুরির ঘটনায় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চা-দোকানি নজরুল ইসলাম বলেন, ‘পকেটমার ধরে একটা ছেলেরে শহীদ মিনারে আইনা মারধর করে। পরে হাত বেঁধে গাছে ঝোলায়া মারধর করছে। বেশ কিছুক্ষণ মারধরের পর ছেড়ে দিছে।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের শিকার যুবক ও ঘটনার সঙ্গে জড়িত কারও খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছি। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত