Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু চাষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু চাষ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। ইতিমধ্যে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু রোপণ করছে কৃষকেরা। 
সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে তাঁরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে আনন্দ ও উদ্দীপনা নিয়ে আগাম আলু রোপণ করছেন কৃষকেরা। কেইল ফাড়ছেন, কেউ আলু মাটির ভেতর রোপণ করছেন। আবার অনেক কৃষক জমি পরিষ্কারের কাজ করছেন। জমিতে সার ছিটানো, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে।

অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিজুড়ে কাঁচা-পাকা ধান শোভা পাচ্ছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এসব ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান মাড়াই শেষ হলে উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে কৃষি জমিগুলোতে বিভিন্ন জাতের আলু রোপণ করা হবে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো কার্তিক মাসের শুরুতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাঁও, চরখাসকান্দি, চান্দেরচর, চরপানিয়া গ্রামের কৃষকেরা তাদের প্রায় ১০০ বিঘা উঁচু জমিগুলোতে আগাম আলু রোপণ করে থাকেন। এতে আলু রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় তা বিক্রির উপযোগী হয়। তুলনামূলক কম সময় লাগায় এ আলু চাষ করে লাভবান হওয়া যায় সহজেই। তাই প্রতিবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছেন এসব এলাকার কৃষকেরা। আলু চাষের জন্য বেলে ও দোঁ-আশ মাটি সবচেয়ে উপযোগী।

চান্দেরচর গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘গত বছর আগাম আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এখন আলু রোপণ শুরু করেছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এবার আমাদের দ্বিগুণ দামে আলুর বীজ-সার কিনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। তারপরও সব মিলিয়ে নতুন আলুতে অধিক লাভের আশা করছি।’

কয়েকজন কৃষক জানান, আগাম আলুতে ভালো দাম পাওয়ার আশায় রোপণ শুরু করছেন তাঁরা। এর কারণ হচ্ছে এবার দেশে এ যাবৎকালের সর্বোচ্চ আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যা এখন ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নতুন স্বপ্ন নিয়ে আলু রোপণ করছেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এ উপজেলায় এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও দ্বিগুণ লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বালুচর ইউনিয়নের কয়েক গ্রামের ২০-২৫ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপণ শুরু করেছেন। লাভবানও বেশি হয়ে থাকে তাঁরা। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকেরা ২০-২৫ দিন পর আলু রোপণ শুরু করবেন।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক