দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকে নৌকার মাঝি দাবি করেছেন। আজ মঙ্গলবার গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এমন দাবির কথা জানান।
মাহিয়া মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনে–প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। এর মধ্যে মানুষ ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।’
ঢাকাই চলচ্চিত্রে এ নায়িকা বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী–১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে, আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পীরাপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কিন্তু সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।