হোম > সারা দেশ > ঢাকা

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল ও সাংসদ ইকবাল করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে সাংসদের ব্যক্তিগত সহকারী ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। তবে অধিবেশনে যোগ দেওয়ার আগে রোববার সকালে করোনা পরীক্ষার ফলাফলে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এনামুল হক শামীমের একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার জানান, রোববার বিকেল ৪টায় নতুন বছরে সংসদের প্রথম অধিবেশনে যোগদানের জন্য সকালে করোনার নমুনা পরীক্ষা করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। তাৎক্ষণিক উপমন্ত্রী নিজ বাসভবনে ফিরে গেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। যেহেতু করোনা পজিটিভ তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। 

ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবাল জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির অংশ হিসেবে রোববার সকালে করোনা টেস্টের জন্য নমুনা দেন তাঁর বাবা। টেস্টের ফলাফলে করোনা পজিটিভ এসেছে। তাঁর জ্বর, মাথাব্যথা ও কাশি রয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ধানমন্ডি এলাকার তাঁর ভাড়া বাড়িতে বিশ্রামে রয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার

শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছেন: শামা ওবায়েদ

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জে কোটি টাকা ছিনতাই, থানায় অভিযোগ

সুদের বিরুদ্ধে বয়ান নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকে দুই দফা পেটালেন ছাত্রদল নেতা

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

কবি নজরুল কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

‘ঘুষকে’ বৈধতা দিয়ে রেজল্যুশন: সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

গণপরিবহনে যৌন হয়রানি রোধে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ