Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুরে লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জের হরিরামপুরে ব্রিজ থেকে লাকড়িবোঝাই ট্রলি খাদে পড়ে আইয়ুব আলী (৪৮) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সোয়া ১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামে ব্রিজ থেকে খাদে পড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। 

নিহত আইয়ুব আলী মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। 

আহত ব্যক্তির নাম বজলু গায়েন। তিনি একই এলাকার নুরুল হক গায়েনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী রকি খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ির সামনে ব্রিজ থেকে মোর নেওয়ার (বাঁক ঘোরানোর) সময় লাকরিবোঝাই ট্রলিটি খাদে পড়ে যায়। আমি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আহত আইয়ুব আলীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে সদর হাসপাতালে পাঠান।’ 

স্থানীয়রা জানান, আজ দুপুর সোয়া ১টার দিকে যাত্রাপুর সড়ক থেকে কান্ঠাপাড়া বাজারে যাওয়ার সময় লাকড়িবোঝাই ট্রলিটি খাদে পড়ে যায়। মূলত বাজার-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামের ব্রিজটি স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তবুও ব্রিজটি অপসারণ করা হয়নি। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আইয়ুব আলীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহত বজলু গায়েনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুরে লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, ঘটনার পরপরই ট্রলিটি জব্দ করা হয়। তবে, চালক পালিয়ে গেছেন। 

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য