গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘বর্তমান সরকার যেভাবে জনগণের মাথার ওপর চেপে বসেছে, এতে তাদের ক্ষমতা থেকে হটানো ছাড়া বিকল্প কোনো পথ জনগণের জন্য খোলা নেই। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নির্বাচনী ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে। সারা দেশে হতাশা ও ভয়ের রাজত্ব কায়েম করেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।’
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় দলীয় অফিসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সরকারের বিরুদ্ধে কেউ বক্তব্য দিলেই তার ওপর নেমে আসছে রাষ্ট্রীয় খড়্গ। কথায় কথায় জনগণের মতামত না নিয়েই গ্যাসের মূল্য বৃদ্ধি করা, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে। আজকে দেশের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে নারী-পুরুষ কেউ ভালো নেই।
আলোচনা সভায় অঞ্জন দাসের সভাপতিত্ব ও শুভ দেবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, বন্দর থানা গণসংহতি আন্দোলনের সম্পাদক কাউসার হামিদ, জেলার অর্থ সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু।