মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে রবিউল ইসলাম (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট এলাকার পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, শরিয়তপুরের বাবুরচর এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক। আজ সন্ধ্যা সোয়া ৫টার দিকে আন্ধারমানিক ট্রলারঘাটসংলগ্ন পদ্মায় পানিতে পড়ে নিখোঁজ হন রবিউল।
রবিউল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। একপর্যায়ে তিনি ট্রলার থেকে পড়ে যান।
খবর পেয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান, ওসি সুমন কুমার আদিত্যসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে হাজির হন। ডুবুরি দল না থাকায় শিবালয়ে যোগাযোগ করা হয়েছে।