Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে এজেন্টকে মারধর, কেন্দ্র প্রাঙ্গণে মুহুর্মুহু পটকা বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এজেন্টকে মারধর, কেন্দ্র প্রাঙ্গণে মুহুর্মুহু পটকা বিস্ফোরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আরেকটি কেন্দ্রের চতুর্দিক থেকে পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির ভোটার উপস্থিতি কমে গেছে। 

আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ধারাবাহিক বিরতিতে এ ঘটনা ঘটে। উপজেলার মদনপুর ইউনিয়নে এজেন্টকে মারধর ও বন্দর ইউনিয়নে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মারধরের শিকার এজেন্টের নাম ফারুক। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের পোলিং এজেন্ট। এ ঘটনার জন্য মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামের অনুসারীদের দায়ী করছেন আনারস প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির জেলা সহসভাপতি মাকসুদ হোসেন। 

মাকসুদ হোসেনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে। ওই এজেন্ট বুথে দায়িত্ব পালন করছিলেন। দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের সমর্থক আলীনূর আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। তিনি রাজি না হলে তাঁকে টেনে মারধর করে বের করা হয়। এ সময় তাঁর নাক ও ঠোঁট ফেটে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বুথে পাঠানো হয়েছে। 

তবে সেই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুজ্জামান দাবি করেন, আনারস প্রতীকের এজেন্ট ফারুক বাইরে বেরিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতি করেন। এখন সব ঠিকঠাক আছে। 

এদিকে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বন্দর ইউনিয়নের কুশিয়ারা হাজী আব্দুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অন্তত ১৩টি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের সামনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের পক্ষে কাজ করা ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। প্রতিবার বিস্ফোরণের পর পুলিশ বাঁশি বাজিয়ে সরিয়ে দিলেও বিরতি নিয়ে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায়। কেন্দ্রটি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের নিজ এলাকায় অবস্থিত। 

বিস্ফোরণের বিষয়ে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ওরফে মুকুল বলেন, ‘বিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে ৭ হাজার দুইজন ভোটার রয়েছেন। কেন্দ্রটি আমার বাড়ির পাশে হওয়ায় সেখানে আমার ভোটারই বেশি। দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এম এ রশিদের লোকজন তাঁর ভোটারদের ভয় দেখাতে এসব করে যাচ্ছেন। যদিও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। দোয়াত-কলমের লোকজন তাঁদের পরাজয়ের আঁচ পেয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন।’ 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘কেন্দ্রের আশপাশে আমরা কাউকে ভিড় করতে দিচ্ছি না। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘আমরা খবর পেয়েছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু