Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাজিতপুরে ভোটের আগেই চেয়ারম্যান আ.লীগের ৩ প্রার্থী

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে ভোটের আগেই চেয়ারম্যান আ.লীগের ৩ প্রার্থী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাই ভোটের আগেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাতজন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একজন করে। 
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থী ১২৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন চারজন। 

সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৪ জন। আটটি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হওয়ার পথে রয়েছেন তাঁরা। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম, মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া ও রাসেল। গত ইউপি নির্বাচনে কাশেম পরাজিত এবং তাবারক মিয়া নির্বাচনে মেম্বার হন। 

আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, `এমন নির্বাচন বাপের জন্মে দেখি নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান, এটা কি নির্বাচন না সিলেকশন?' 

এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের দিন থাকলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তাঁরা। এ ছাড়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আরও আটজন মেম্বার প্রার্থী রয়েছেন। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু