গাজীপুরে বিস্ফোরক দ্রব্য আইনে ৯ বছর আগে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।
মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০ নেতা-কর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।
বিবাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সাবেক সভাপতি ড. সহিদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার অভিযোগপত্রে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।
তিনি আরও জানান, মামলায় দীর্ঘ ৯ বছর শুনানি শেষে ঘটনার সঙ্গে বিবাদীদের কোনো সম্পৃক্ততা না থাকায় এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৯ নভেম্বর অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আদালতের রায়ে তারেক রহমান খালাস পেয়েছিলেন।