Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়কে মালবোঝাই ট্রাকের ইঞ্জিন বিকল, তীব্র যানজট

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

মহাসড়কে মালবোঝাই ট্রাকের ইঞ্জিন বিকল, তীব্র যানজট

শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সামনে মাল বোঝাই ট্রাক বিকল হয়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, খুলনা থেকে সুতা বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকটিতে অতিরিক্ত ভারী মালামাল থাকায় এটিকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি। রাস্তাতেই ইঞ্জিন মেরামতের কাজ করছেন ট্রাক মালিক। আর বিকল্প রাস্তা না থাকায় সেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী সানোয়ার হাওলাদার বলেন, ২ দিন হয় গাড়িটি এইভাবে পড়ে আছে। আমাদের মালের গাড়ি আসবে ঢাকা থেকে আজ। কীভাবে আমরা মাল নামাব তা জানি না। 

ট্রাকটির ড্রাইভার রহমান হোসেন বলেন, খুলনা থেকে সুতা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। সব রাস্তা ভালো চলছিল এখানে এসে গাড়িটি খারাপ হয়ে গেছে। আমরা গাড়িটি ঠিক করছি। আসা করি কালকের ভেতরে গাড়ি ঠিক হয়ে যাবে। 

ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গাড়িটিতে মাল বোঝাই রয়েছে। তাই গাড়িটি রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি। 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু