হোম > সারা দেশ > ঢাকা

তদন্তে নাম আসলে প্রভাবশালীরাও ছাড় পাবে না: সিআইডি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের সাতটি মামলার তদন্তভার পেয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে এ আসামিদের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে সীমিত জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ কথা জানান।

তিনি বলেন, পরীমণিসহ অন্যদের মামলার তদন্তভার আমাদের কাছে এসেছে। আমাদের সিআইডিতে এক্সপার্ট বিভিন্ন সিস্টেম রয়েছে। যেমন ডিএনএ ল্যাব, ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব সেহেতু আমরা তদন্তগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ও সুষ্ঠুভাবে করতে পারব। তবে মামলাগুলোর তদন্তকাজ শেষ করতে আমাদের সময় লাগবে। 

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, তদন্তে যদি এদের সঙ্গে সংশ্লিষ্ট কোন প্রভাবশালীর নাম আসে, সে যতই প্রভাবশালী হোক না কেন তাঁকে বা তাঁদের আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি আলোচিত এক মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে বাদীর মেলামেশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্তে যেকোনো বিষয় নজরে আসবে। আমরা সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করবো। সত্যিকারের ঘটনা খুঁজে বের করবো। কিন্তু আইনের ঊর্ধ্বে না। সে যেই হোক না কেন সেটা তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা বের করতে।

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীতে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার

শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছেন: শামা ওবায়েদ

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জে কোটি টাকা ছিনতাই, থানায় অভিযোগ

সুদের বিরুদ্ধে বয়ান নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকে দুই দফা পেটালেন ছাত্রদল নেতা

হত্যা মামলায় উত্তরার আমির কমপ্লেক্সের সভাপতি সোবাহান গ্রেপ্তার

কবি নজরুল কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

‘ঘুষকে’ বৈধতা দিয়ে রেজল্যুশন: সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

গণপরিবহনে যৌন হয়রানি রোধে বাসচালক ও হেলপারদের প্রশিক্ষণ