রাজধানীর উত্তরায় ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসার সামনের ফুটপাত থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, উত্তরার জসীমউদ্দীন সড়কের ফুটপাত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর বয়স ৫০ বছরের বেশি হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ওসি মহিবুল্লাহ বলেন, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।