জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ শুক্রবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট কালরাতে শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এরপর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও গোপালগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, কার্যনির্বাহী কমিটির সদস্য মনোজ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।