ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেলকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আজ শুক্রবার জুম্মার নামাজের আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি মোড় থেকে পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ বলেন, ‘রাসেলের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দুটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
জানা গেছে, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেলকে আজ শুক্রবার জুম্মার নামাজের আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি মোড় থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মাঝে ১৩টি মামলায় তিনি জামিনে রয়েছেন। ভালুকা মডেল থানার দুটি মামলায় রাসেল এজাহারভুক্ত আসামি।