ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া তালাবদ্ধ একটি সুটকেস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটির গলা ওড়না দিয়ে প্যাঁচানো ছিল, তবে শরীরে কোনো ক্ষত ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান।
পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে একটি বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় একটি লাগেজ পড়ে ছিল। সকাল ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মৃতদেহ উদ্ধার করে। লুঙ্গি আর সোয়েটার পরিহিত মৃতদেহের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে স্যুটকেসে বন্দী করা ছিল।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে আসা একটি মাহিন্দ্রে করে বোরকা পরিহিত এক নারী আসেন। তিনি সুটকেসটি চার-পাঁচজনের সহায়তায় গাড়ি থেকে নামান। পরে এটি একটি লাইটপোস্টের সামনে রেখে চলে যান।
কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারকৃত লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। কোনো ক্ষত ছিল না। দেখে মনে হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বয়স আনুমানিক ৪৫-এর মতো হবে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।