Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়ে মৌখিকে এসে ধরা ৪

অনলাইন ডেস্ক

লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়ে মৌখিকে এসে ধরা ৪

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন ৪ জন চাকরি প্রার্থী। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

ধরা পড়া ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মো. রাকিবুল ইসলাম (২৩), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৈল গ্রামের জহিরুল ইসলাম (২২), ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের মো. হিরন শিকদার (২৩) এবং পাটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মো. ওমর ফারুক শুভ (২৪)। তাদের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন অন্য ব্যক্তিরা। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ে এই চারজন মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হয়। তখন তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জালিয়াতির ঘটনা স্বীকার করেন। 

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখেন। এ সময় বিষয়ের ওপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সঙ্গে প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় এই ব্যাপারে ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন। তাঁরা আলাদাভাবে পর্যায়ক্রমে নিজ নিজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় জালিয়াতিতে ধরা পড়েন। 

জালিয়াতির জন্য তাদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাদের ধরতে মামলা করা হয়েছে। এছাড়া ভুয়া প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ইতিমধ্যে গত ৫ জুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য চাকরি প্রার্থীদের সতর্ক করে ভূমি মন্ত্রণালয়। 

গত ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। তবে ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় কেবল ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আজ থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত-৪ দিন ব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ ছিল মৌখিক পরীক্ষার প্রথম দিন।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান