জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে হল প্রশাসনের এক জরুরি বৈঠকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ।
তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন অধ্যাপক এজহারুল ইসলাম। অন্য দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক পলাশ সাহা ও আ জ ম উমর ফরুক সিদ্দিকী।
এর আগে রোববার দিবাগত রাতে হলের গেস্টরুমে ভিডিও করার সন্দেহে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সাংবাদিককে মারধরের ঘটনা দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’