Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তরুণীকে ধর্ষণের দায়ে পুলিশ সদস্য কারাগারে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

তরুণীকে ধর্ষণের দায়ে পুলিশ সদস্য কারাগারে

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২২) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রায়পুরা থানায় ধর্ষণের অভিযোগে এনে মামলা করেন ভুক্তভোগী।

গ্রেপ্তার যুবকের নাম ইমন (২৮), তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার বাসিন্দা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা–পুলিশের কনস্টেবল পদে কর্মরত।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, ১৮ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে কনস্টেবল ইমনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ দেন ওই ভুক্তভোগী। এ সময় ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ইমনকে আটক করে। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

ভুক্তভোগী বলেন, ‘বিয়ের কথা বলে ইমন আমার সঙ্গে হোটেলে নিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা করেছে। এখন সে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ ঘটনায় আজ (সোমবার) ইমনে বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি এ ঘটনায় বিচার চাই।’

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু