Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিডিআর বাজারে চাঁদাবাজির অভিযোগে আটক ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরায় বিডিআর বাজারে চাঁদাবাজির অভিযোগে আটক ২

রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে আলী রাজ ও রাজন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজার থেকে গতকাল রোববার সন্ধ্যার পর তাদেরকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে আজ সোমবার সকালে  পুলিশ তাদের আদালতে পাঠায়। গ্রেপ্তার আলী রাজ উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি। এ ছাড়াও উত্তরখান থানা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা।

বিডিআর বাজারটির সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, জোরপূর্বক বাজারটির নাম পরিবর্তন করে উত্তরা ৬ নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজার নাম দিয়েছে একটি পক্ষ। পরে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে ‘উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ ও ‘উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি’ হয়েছে। 

এ সব সমিতির নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। এ নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যেই দীর্ঘ দিন ধরে হামলা মামলা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী সমিতির নামে দোকানদের কাছ থেকে টাকা তুলে আসছিল আলী রাজ ও তার সহযোগিরা। গতকাল রোববার জোরপূর্বক চাঁদা উঠানোর সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আলী রাজ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।

অপরদিকে উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি রিফাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আলী রাজসহ দুই জনকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে শুনেছি। কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি, তাই বিস্তারিত জানি না।’

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে বিডিআর বাজারের আলী রাজ ও তার একজন সহযোগিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিডিআর বাজারের আলী রাজ ও রাজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হয়েছে।’

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৫

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই