Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানায় আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানায় আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে এই আগুন আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে। আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনাস্থলে উৎসুক মানুষের চাপ থাকার কারণে আমাদের কাজ করতে বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালা ছিল। এসব কক্ষের প্রতিটি তালা ভাঙতে হয়েছে। পাশাপাশি ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছিল। পরে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান তিনি।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু