Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ‘লিফট’ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ‘লিফট’ প্রকল্প

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যুব বেকারত্বের সমস্যা সমাধানে তাদের কর্মদক্ষতা ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করতে শুরু হয়েছে ‘লিফট’ প্রকল্প। এডুকো বাংলাদেশ, চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং সহযোগী সংস্থা ইএসডিওর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হবে। 

আজ রোববার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ. এম. সফিকুজ্জামান। 

এডুকো বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘কারিগরি শিক্ষা তরুণদের হাতে-কলমে দক্ষতা প্রদান করার পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার একটি বড় সুযোগ তৈরি করে। এর ফলে তরুণেরা শুধুমাত্র চাকরির বাজারের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারে। আমরা এমন প্রশিক্ষণ নিশ্চিত করতে চাই, যাতে তারা বিদেশে গিয়েও মূল্যবান দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশে থেকেও তাঁরা যেন উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, এই আশা ব্যক্ত করছি।’ 

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘লিফট প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করতে চাই যা ২১ শতকের আধুনিক এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাঁদের স্থায়ীভাবে সফল হতে সাহায্য করবে।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের দক্ষতাকে আধুনিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। প্রকল্পটি যুবকদের ক্যারিয়ার পরামর্শ প্রদান এবং নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেবে। পাশাপাশি এটি শিল্প খাতের সঙ্গে কাজ করবে যাতে প্রশিক্ষণ কার্যক্রম তাদের কর্মশক্তির চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) মিনা মাসুদ উজজামান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন প্রমুখ।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান