Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার  সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।

আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি