Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোপালপুরে দলীয় নির্দেশনা অমান্য করায় ৮ বিদ্রোহী নেতা বহিষ্কার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গোপালপুরে দলীয় নির্দেশনা অমান্য করায় ৮ বিদ্রোহী নেতা বহিষ্কার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করায় গোপালপুরে সাত বিদ্রোহী প্রার্থীসহ আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ফারুক মিঞা; আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর; জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সেলিম আজাদ; দিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা আঙুর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আ হাই; কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শফিক তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গোপালপুরের পাঁচ ইউনিয়নের আটজনকে বহিষ্কার করা হয়। যাঁরা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন, তাঁদেরও সতর্ক করা হয়েছে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার বলেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, দলীয় প্রতীক। আওয়ামী লীগ করেন, কিন্তু নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা দলীয় সিদ্ধান্ত। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি এই উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচটিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হব। এতে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে