নরসিংদীর রায়পুরায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে মহেষপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মান্নান মাস্টারের বাড়ির সামনে নীলকুঠি-আলগী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. মাহবুব মিয়া (২২)। তিনি মানিকনগর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ইব্রাহিম (১৮) আহত হন। তাঁকে কিশোরগঞ্জের বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলগী থেকে মোটরসাইকেলে চেপে দুই তরুণ বাড়ি ফিরছিলেন। তাঁরা মানিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ সাপমারা এলাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে ট্রাক্টরের সামনের চাকার চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মো. মাহবুব মিয়ার মৃত্যু হয়।
এদিকে মোটরসাইকেলের অপর আরোহী ইব্রাহিমও দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে কিশোরগঞ্জের বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাস বলেন, এ বিষয়টি সকালে জানতে পারি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।