কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম নোয়াপাড়া গ্রামের বসতঘর মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খুরশিদ মিয়া (৫৫) বাড়ি বাজিতপুর পৌর শহরের মথুরাপুর গ্রামে। আর শোভা আক্তার (৫৮) স্বামীর বাড়ি কুলিয়ারচর উপজেলার পশ্চিম নোয়াপাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান, বড় বোনের ঘর মেরামত করার জন্য কাঠমিস্ত্রি মোর্শেদ মিয়া সকালে বাজিতপুর থেকে আসেন। টিনের বেড়া মেরামত করে লাগাতে গিয়ে ভাই-বোন এক সঙ্গে বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, বোনের বসতঘর মেরামতের কাজ করছিলেন খুরশিদ মিয়া। তাকে সহযোগিতা করছিলেন বোন শোভা আক্তার ও ভগ্নিপতি জালাল উদ্দিন। ঘরের একটি বেড়া লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় তারা।