রাজধানীর মিরপুরের পল্লবী আদর্শনগর এলাকায় মুরগি বোঝাই পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে সায়েম (২) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সায়েমের বাবা রিকশা চালক মো. হীরা হাসপাতালে সাংবাদিকদের জানান, দুই ছেলে ও স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে মিরপুর ১১ নম্বরের ১৩ নম্বর রোডের সি ব্লকের আদর্শনগরে ভাড়া থাকতেন। দুই ছেলের মধ্যে সায়েম ছিল ছোট।
হীরা জানান, সায়েম সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে মুরগি বহনকারী একটি পিকআপ থামানো ছিল। এ সময় চালক গাড়িটি চালানো শুরু করলে গাড়ির সামনে থাকা শিশু সায়েমকে ধাক্কা দেয়। পরে চালক গাড়ির চাকা শিশুটির ওপর দিয়ে উঠিয়ে দেয়। খবর পেয়ে শিশুটিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। পল্লবী থানা-পুলিশকে জানানো হয়েছে। শিশুর বাবা হীরা জানিয়েছে, পিকআপ ভ্যানটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়েছে।