Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৯ বছরের শিশুকে খুন, মাসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৯ বছরের শিশুকে খুন, মাসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল 

খুলনায় আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র হাসমি হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান নামে অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রায় দেন। 

শিশুর মা ছাড়া অপর দুই আসামি হলেন– মো. নুরুন্নবী ও মো. রসুল। খালাস পাওয়া আসামি হাফিজুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশু হাসমিকে খুনের মামলায় ২০১৭ সালের ২৯ আগস্ট রায় দেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা। রায়ে শিশু হাসমির মা সোনিয়া আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। অপরদিকে আপিল করেন আসামিরা। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে সোনিয়ার সঙ্গে মো. হাফিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর হাফিজুর বিদেশে চলে যান। দেশে আসার পর পারিবারিক কলহে বিচ্ছেদ ঘটে। কিন্তু শিশু হাসমি থেকে যায় বাবার সঙ্গে। পরে হাসমিকে ২০১৬ সালের ৬ জুন রাতে অপহরণ করান মা সোনিয়া। এরপর মাকে অপহরণকারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হাসমি। 

বিষয়টি জানাজানির ভয়ে অপহরণকারীরা সোনিয়ার সামনেই হাসমিকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে ডাঙ্গা বিলে ফেলে দেওয়া হয়। 

২০১৬ সালের ৯ জুন হাসমির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় হাসমির বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে মো. নুরুন্নবী, হাফিজুর রহমান, মো. রসুলের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক