Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, জানাল নগদ ও ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি

ঢাবিতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, জানাল নগদ ও ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।

নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷

সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে