Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাকরি ফিরে পেতে আবারও সদর দপ্তরের সামনে পুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক

চাকরি ফিরে পেতে আবারও সদর দপ্তরের সামনে পুলিশ সদস্যরা
বুধবার বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে পুলিশ সদস্যরা। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা।

সরেজমিনে দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না, চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপ চান না। নির্বাহী আদেশে তাঁদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।

এ দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত কয়েকশ পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। তবে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।’

এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদেরকে বলেছি-আলোচনায় বসার জন্য। কিন্তু তাঁরা যেতে চাচ্ছেন না।’

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা