Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। আহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৩)।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি করে একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। পরে অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর দুজন অয়ন রায় ও সুদিপ দাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর

বনশ্রীতে মধ্যরাতে মোটরসাইকেলচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার, ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢামেকে ভর্তি

ঈদ বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেলের ঘটনায় থানায় সালিশ, প্রতিবাদে ঘেরাও

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিবচরে ধর্ষণ মামলায় ক্লিনিকের মালিক গ্রেপ্তার

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন