প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদী থেকে একটি নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগা নগরের ইস্পাহানি খেয়াঘাট বরাবর নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। পরে পুলিশের তত্ত্বাবধানে লাশটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা কবরস্থানে দাফন করা হয়।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটির এক দিন বয়সী নবজাতকের হতে পারে।