Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৮)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম।

স্টেশনমাস্টার ও স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ৯৯ আপ চাপাই কমিউটার ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পৌঁছালে রেল লাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামের তিনজন ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূরুন্নবী ও মাসুদ চিকিৎসাধীন রয়েছেন।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, চাঁপাই কমিউটার ট্রেনের ছাদ থেকে তিন যাত্রী পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

রায়পুরায় নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক

ছাত্রদল-বৈষম্যবিরোধী সংঘর্ষ পলিটেকনিকে

নোয়াবের ৩ দিন ঈদ ছুটি ঘোষণায় ডিআরইউর প্রতিবাদ

সেনাসদস্য পরিচয়ে এক ব্যক্তি বাড়ি ভাড়া করে দেন আরসা নেতা আতাউল্লাহকে

লাঙ্গলবন্দ স্নান উৎসব: জেলা প্রশাসকের প্রস্তুতি সভায় দুই পক্ষের হাতাহাতি

মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসাপ্রধান আতাউল্লাহ

ধর্ষণের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

ঈদে রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় যে ১৪ নির্দেশনা দিল ডিএমপি

নাট্যব্যক্তিত্ব এহসানুল আজিজ বাবু গ্রেপ্তার