Ajker Patrika

ছাত্রদল-বৈষম্যবিরোধী সংঘর্ষ পলিটেকনিকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার সঙ্গে ছাত্রদলের কর্মীর মারামারির ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ইনস্টিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

মারামারিতে গুরুতর আহত বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সাকিব উল্ল্যাহকে (২২) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাকিব পরে আজ বুধবার বিকেলে বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসের ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রাবাসটিতে বৈষম্যবিরোধীদের এক কর্মীর সঙ্গে ছাত্রদল কর্মীর কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। রাত ১টায় সাকিবকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। রাত ২টার দিকে তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মঙ্গলবার রাতে পলিটেকনিক কলেজের এক ছাত্র আহত হয়ে হাসপাতালে এসেছিলেন।

জরুরি বিভাগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সাকিবের সহপাঠী আশরাফুল ইসলাম মিশান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা চাই কলেজে ছাত্ররাজনীতি থেকে শুরু করে সবকিছুই নতুনভাবে চালু করতে। কিন্তু ছাত্রদলের নেতারা ছাত্রলীগ নেতা-কর্মীদের আশ্রয় দিয়েছে এবং তারা আগের কায়দায়ই রাজনীতি শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করলেই হামলা করে। সাকিবের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হয়েছে।’

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আহত সাকিব মেকানিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র।’

থানায় দায়ের করা সাকিব উল্ল্যাহর অভিযোগে বলা হয়েছে, তাঁর ওপর হামলাকারীরা সবাই একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। তাঁরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত। বর্তমানে তাঁরা ছাত্রদলের কর্মী পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। অভিযোগে আরও বলা হয়, হল দখল ও সিট-বাণিজ্যকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে লতিফ ছাত্রাবাসের পূর্ব শাখার ৩০৮ নম্বর কক্ষে হামলা চালানো হয়। আসামিরা চাপাতি, ছুরি, রড, ক্রিকেট খেলার স্টাম্প, হকিস্টিক ও রামদা নিয়ে কক্ষে ঢুকে চয়ন বর্মণ (১৮) ও সিব্বির আহম্মেদ জিমকে (২৩) মারধর করে। পরে দুই সহপাঠী তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

থানায় দায়ের করা অভিযোগে সাকিব উল্ল্যাহ বলেছেন, রাত ২টার দিকে তিনি আহতদের দেখতে যাওয়ার সময় একই আসামিরা তাঁর ওপরও হামলা চালায়। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মারামারির ঘটনায় সাকিব উল্ল্যাহ নামের এক শিক্ষার্থী একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো মামলা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ছাত্রদলের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত