Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় আগুনে এক শিশুর মর্মান্তিক মৃত্যু 

নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আসবাবসহ চারটি ঘর পুড়ে গেছে। এ সময় হামিম মিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত শিশু হামিম (২) ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। আগুন লাগার সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল বলে জানান তাঁর স্বজনরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রবাসী শফিকুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে তার তিন ভাইয়ের ঘরে। এই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল শিশু হামিম। ঘটনার সময় নিহত শিশুর মা তানিয়া বেগম বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে আগুন লাগার খবর স্থানীয় একটি মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বেলা ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা আসবাবের সঙ্গে আগুনে মৃত্যু হয় শিশুটির।

নিহত শিশুর মা তানিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘হামিমকে একা ঘরে ঘুম পাড়িয়ে বড় ছেলেকে নিয়ে বাড়ির বাইরে যাই। এর কিছুক্ষণ পরে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি আগুনে পুড়ে আমার হামিম মারা গেছে।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে শিশুটির পুরো শরীর পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১১ দাবি নারী কমিটির

মা-বাবা ছিলেন কাজে, ঘরে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

অধ্যাপক আরেফিন সিদ্দিককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য