কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজের একদিন পর সুমন মিয়া নামের (০৯) বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর ঠোটায় পন্টুনের সামনে শিশুটির লাশ ভেসে উঠলে বরিশুর নৌ পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
জানা গেছে, গত বুধবার বিকেলে কামরাঙ্গীরচর তারা মসজিদ ঘাট এলাকা দিয়ে শিশুটি গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকেই তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর ঠোটায় পন্টুনের সামনে শিশুটির লাশ ভেসে উঠে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া জানান, শিশুটির পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পিতা একজন রিকশা চালক। তার গ্রামের বাড়ি চারসাবরামপুর কালকিনি মাদারীপুর। সে কামরাঙ্গীরচর ৫৭ নং ওয়ার্ড কারিমাবাদ সরকারবাড়ি বাবুর বাসায় ভাড়া থাকেন।