হোম > সারা দেশ > ঢাকা

ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৪ যুবকের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

দুর্ঘটনায় নিহত চার যুবক। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা। বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।

জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’

শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ

তারেক রহমানের বক্তব্য প্রচার করায় আমাকে আটক করা হয়: আবদুস সালাম