Ajker Patrika

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

জাবি প্রতিনিধি 
জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা
জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা

‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্‌যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল চৈত্রসংক্রান্তি উৎসব। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ উদ্‌যাপন করা হবে।

উৎসবে লাঠিখেলা, জলরংখেলা ও ব্যাঙের পান-চিনি (ব্যাঙের বিয়ে), ভেলা ও প্রদীপ ভাসানো, স্বরচিত বয়ান, ভবের গান ও ভাবের গানের আয়োজন করা হয়।

জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা
জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা

চৈত্রসংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সকল পরিবর্তনের মধ্যেও এক অপরিবর্তনীয় সহমর্মিতা ও সহাবস্থানের উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ধরনের আয়োজন আমাকে আমার পথ দেখায়। চৈত্রসংক্রান্তিতে বাংলা নববর্ষের প্রাক্কালে আমি সবার কাছে নিবেদন করব, বাঙালির চিরাচরিত এই বৈশিষ্ট্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।

আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সবাই বাঁচুক। আমরা সহাবস্থানের সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, তারুণ্যের জয়গান। আমি যেমন গাইব, তেমনি একই সঙ্গে তরুণদের প্রতি আমার দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে, সেটাও পালন করব।’

জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা
জাবিতে চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা। ছবি: আজকের পত্রিকা

আয়োজক কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিব বলেন, ‘আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজন করেছি। এই আয়োজনে আমরা ঐতিহ্যবাহী অনেকগুলো নাটকে লাঠিখেলা রেখেছি। যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে যায়। কলা ও মানবিকী অনুষদের ডিনের অনুপ্রেরণায় ব্যাঙের পান-চিনি অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের আয়োজনের স্লোগান হলো, ‘দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে’

আশরাফুল হাবিব বলেন, ‘গাজায় মানুষ হত্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সারা পৃথিবীতে অসহিষ্ণুতা চলছে। আমরা দেখছি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কের মধ্যে কোথায়ও জানি একটা ঘাটতি রয়েছে। আমরা চাই, নতুন বছরে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কটা যেন পুনঃস্থাপিত হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করি ও লালন করি। আমরা একটি উন্নয়মুখী ও মানবিক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যকে ধারণ করে এবারের উৎসব আয়োজন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত