Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে মাসুদ রানার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাসুদ রানা (২৪) নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। টঙ্গীর পাগাড় এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, মাসুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান নার্গিস। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি