Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

ফুয়াদ হাসান রঞ্জু, (টাঙ্গাইল) ভূঞাপুর 

অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

মানব সেবা পরম ধর্ম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিনিয়ত মানুষের সেবা করতে দেখা যায় অনেককেই। অনেকেই সারা জীবন মানুষের সেবা করে থাকেন। তাঁরা কর্মের দ্বারা বেঁচে থাকেন মানুষের মাঝে। টাঙ্গাইলের ভূঞাপুরে সোহেল নামের এক যুবকের কাছ থেকে ব্যতিক্রমধর্মী সেবা পাচ্ছেন অনেকেই। 
 
নামাজ পড়তে গিয়ে অজু করার সময় হাত ও পকেট থেকে মোবাইল ফোন পানিতে পড়ে গিয়ে নষ্ট হলে সার্ভিসিং ফ্রি। এমনি এক সাইনবোর্ড ঝোলানো হয়েছে দোকানের সামনে। যা পথচারীসহ সকল মানুষকে আকৃষ্ট করেছে। আর এমনিভাবেই মহৎ উদ্যোগের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের আব্দুর রহমান টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে এমন লেখা দেখা গেছে। এই প্রতিষ্ঠানের মালিক সোহেল রহমান। 

মোবাইল মেকানিক সোহেল রহমান জানান, আমি আগে থেকেই আমার মনের মাঝে একটা স্বপ্ন পোষণ করতাম যে কীভাবে জনকল্যাণমূলক কাজ করা যায়। আর সেই স্বপ্ন প্রতিফলনের মাধ্যম হিসেবে এমনই উদ্যোগ নিয়েছি। আর জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই মানুষের মনে চিরদিনের জন্য স্থান করে নেওয়া যায়। আমার এমন উদ্যোগে আমি মানুষের কাছ থেকে বেশ উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি। 

সোহেল রহমান আরও জানান, প্রতিদিন এমনিতেই কাজ কর্ম ভালো থাকে। তবে এমন উদ্যোগ নেওয়ার পর থেকে কাজকর্ম অনেক বেড়ে গেছে। আর আমার কাজটা হবে নামাজ পড়তে যাওয়া মানুষদের জন্য। বিনা পয়সায় কাজটা করে দিলে তারা তো আমার জন্য প্রাণ খুলে দোয়াও করবে। 

নষ্ট হওয়া মোবাইল বিনা পয়সায় মেরামত করে হাতে পাওয়ার পর আব্দুল বাছেদ বলেন, 'গত কয়েক দিন আগে আসরের নামাজের সময় অজু করতে গিয়ে আমার মোবাইলটা পকেট থেকে পানিতে পড়ে যায়। টাকার অভাবে মেরামত করতে পারছিলাম না। হঠাৎ এক লোক বললেন, গোবিন্দাসী বাজারের আব্দুর রহমান টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পরিচালক সোহেল রহমান নামাজ পড়া মুসল্লিদের অজু করতে মোবাইল নষ্ট হলে সেই মোবাইল বিনা পয়সায় মেরামত করে দেন। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না। পরে আমার মোবাইল বিনা পয়সায় মেরামত করে দেওয়ার পর আমার বিশ্বাস হয়েছে। আমি নামাজ পড়ে দোয়া করি আল্লাহ তায়ালা সোহেল ভাইয়ের যেন ভালো করে।' 

গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মো. ছরোয়ার হোসেন আকন্দ বলেন, 'সোহেলের এমন একটি উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসা পাওয়ার মতো। সে আরও ভালো ও জনসেবামূলক কাজ করে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি।' এ রকম একটি ব্যতিক্রমী উদ্যোগের জন্য সোহেলকে ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক