Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি
প্রতীকী ছবি

নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার বিলাসদী, রায়পুরা উপজেলার দড়িহাইরমারা ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নরসিংদীর ১০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। আর গুরুতর আহত রফিকুল ইসলামকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পেছন থেকে ওঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুরে নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বেলা ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস

সালমান-আনিসুল-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার