Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

খেলতে গিয়ে নিখোঁজ, মুক্তিপণ দাবির পরদিন মিলল শিশুর লাশ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

খেলতে গিয়ে নিখোঁজ, মুক্তিপণ দাবির পরদিন মিলল শিশুর লাশ 

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের এক দিন পর ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লফিপুর গ্রামের কালিরটেক এলাকার গজারি বনের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মুক্তিপণ দাবির পর শিশুটিকে হত্যা করা হয়। 

নিহত মাহিম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরাইদ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। আমিনুল শ্রীপুর পৌরসভার মাদখলা গ্রামে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। আটক রনি (২২) সাবারচালা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। 

শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, ‘গত সোমবার আমার ছেলে অন্য দিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করে। সন্ধ্যা হলেও বাড়ি ফেরেনি। আমিসহ আমার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাইনি। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি মাহিমকে রনি নিয়ে গেছে। পাশের সাভারচালা গ্রামে রনির বাড়িতে গিয়ে রনিকে পাইনি।’ 

আমিনুল ইসলাম আরও বলেন, ‘পরে একটি অচেনা নম্বর থেকে রনি পরিচয় দিয়ে আমার স্ত্রীর মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা সংগ্রহ করে রনিকে ফোন দিলে আর যোগাযোগ সম্ভব হয়নি। এরপর আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। রনি আমার ছেলেকে শ্বাসরুদ্ধ করে খুন করছে।’ 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন। রনির বরাত দিয়ে তিনি বলেন, মাদখলা গ্রামে মাহিমের পরিবারের পাশের বাড়িতে ভাড়া থাকত রনি। সেখান থেকে মাহিমের সঙ্গে পরিচয় হয়। 

আটক রনি। ছবি: আজকের পত্রিকা গত সোমবার বেলা ৩টার দিকে রনি মাহিমকে ঘোরার কথা বলে নিয়ে আসেন। এদিক-সেদিক ঘোরাঘুরি করেন রনি। একপর্যায়ে সন্ধ্যায় রনি মাহিমকে ওই বনের ভেতর নিয়ে যান। সেখান থেকে মোবাইল ফোনে মাহিমের মায়ের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রনি। এরপর টাকা জোগাড় করে মাহিমের পরিবার বারবার চেষ্টা করেও রনির সঙ্গে যোগাযোগ করতে পারেনি। 

তিনি আরও জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জিডি করেন নিহত শিশু মাহিমের স্বজনেরা। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর জঙ্গলের ভেতর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় কর কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র তৈরির সুযোগ হয়েছে: যুব বাঙালি

এতিম শিশুদের মধ্যে ঈদ আনন্দ ছড়াল ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট

র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ধানমন্ডিতে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

ডেমরায় বকেয়া বেতন চাওয়ায় যুবককে পিটিয়ে জখম, মা-বোনকে হেনস্তা

স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন: জোনায়েদ সাকি

গুলশানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ২

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের জরিমানা

‘টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এমন রাষ্ট্র চাইনি’