Ajker Patrika

খুলনায় কর কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২৩: ৪৭
গণেশ চন্দ্র মণ্ডল। ছবি: সংগৃহীত
গণেশ চন্দ্র মণ্ডল। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। তাঁরা নগরীর খানজাহান আলী রোডের হাজি হানিফ কমপ্লেক্সের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিক পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৩৩ লাখ ৪৮ হাজার ১৭০ টাকা টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

জানতে চাইলে মাহমুদ হাসান শুভ্র বলেন, মঙ্গলবার দুপুরের পর মামলাটি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...